বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক আব্দুর রাজ্জাককে ফেরত দেওয়ার বিষয়ে আগামী বৃহস্পতিবার বিজিবি ও মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আজ বিকেলে বর্ডার গার্ড অব পুলিশের (বিজিপি) পক্ষ থেকে বিজিবির কাছে এক চিঠির মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধি দলের তালিকা চাওয়া হয়।
বিজিবি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করে।
এদিকে রাজ্জাককে ফিরিয়ে দিতে কোনো রকমের শর্ত আরোপের কথা অস্বীকার করেছে মায়ানমার। মায়ানমারের প্রেসিডেন্টের মুখপাত্র এবং তথ্যমন্ত্রী ইয়ে টুট জানিয়েছেন, তাদের তরফ থেকে এরকম কোনো শর্ত জুড়ে দেওয়া হয়নি।