থাইল্যান্ডে পাচার হওয়া আরও ৪১ বাংলাদেশিকে আজ দেশে ফিরিয়ে আনা হবে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-০৮৯) তারা দেশে ফিরবেন।
দেশে ফিরবেন এই ৪১ জনের মধ্যে কক্সবাজারের ১৩ জন, ঝিনাইদহের ৬ জন, নরসিংদীর ৫ জন, সিরাজগঞ্জের ৫ জন, সাতক্ষীরার ৪ জন, মাগুরার ৩ জন, যশোরের ২ জন, বান্দরবানের ২ জন ও ফরিদপুরের ১ জন রয়েছেন।
থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা তাসনিম মুনা জানান, থাইল্যান্ডে অনুষ্ঠিত গত ২৯ মে আঞ্চলিক বৈঠকে মানবপাচারের শিকার হওয়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেয় সরকার। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে বুধবার ৪১ জন দেশে ফিরবেন। থাইল্যান্ডের সুয়ান পুলু ইমিগ্রেশন ডিটেশন সেন্টার থেকে এদেরকে সম্পূর্ণ সরকারি খরচে দেশে আনা হচ্ছে।
২০১৩ সালের পর থেকে থাইল্যান্ড থেকে এ পর্যন্ত ৯১৯ জন পাচার হওয়া বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। এছাড়া চলতি বছরের ১ মে থেকে থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্তে উদ্ধার হওয়া বাংলাদেশিদের মধ্যে এ পর্যন্ত ৮০ জনকে ফেরত পাঠিয়েছে দূতাবাস।
বিডি-প্রতিদিন/২৪ জুন, ২০১৫/মাহবুব