ফরিদপুরের সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের বদরপুরে গণপিটুনিতে সন্দেহভাজন তিন ডাকাত নিহত হয়েছেন। বুধবার রাত ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় এলাকাবাসী জানায়, বদরপুর এলাকায় বেশকিছু ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর জানতে পেরে তারা ঐক্যবদ্ধ হয়ে তাদের ঘিরে ফেলে। এলাকাবাসীর ধাওয়ায় ডাকাতদের কয়েকজন পালিয়ে গেলেও ধরা পড়ে তিনজন। বিক্ষুব্ধ এলাকাবাসী এসময় তিনজনকে বেদম পিটুনি দেয়। গণপিটুনিতে গুরুতর আহত হন তিনজন। হাসপাতালে নেয়ার পথেই তাদের মৃত্যু হয় বলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সিরাজুল ইসলাম জানিয়েছেন। মাথায় আঘাতের কারনে তাদের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানান। এদিকে, গণপিটুনিতে নিহত তিনজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
এ ব্যাপারে পুলিশের ঊর্ধ্বতন কোন কর্মকর্তা এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।
গত কয়েক দিন ধরে ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের বিভিন্ন এলাকায় তারাবীহর নামাজের সময় কয়েকটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/২৫ জুন, ২০১৫/মাহবুব/ রশিদা