অপহৃত নায়েক রাজ্জাককে ফেরাতে মিয়ানমারের মংডুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে পতাকা বৈঠক চলছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এই বৈঠক শুরু হয়। এরআগে, সকাল পৌনে ১০টার দিকে মিয়ানমারের মংডুতে পৌঁছান টেকনাফে বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদের নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধিদল।
পতাকা বৈঠকে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের পক্ষে অংশ নিচ্ছেন ১০ সদস্যের একটি প্রতিনিধিদল।
এরআগে, গত ২২ জুন মিয়ানমারের পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশকে চিঠি দেওয়া হয়। এর ভিত্তিতে আজ এ পতাকা বৈঠকের সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, গত ১৭ জুন ভোরে নায়েক আবদুর রাজ্জাকের নেতৃত্বে বিজিবির ছয় সদস্যের একটি দল নাফ নদীতে টহল দিচ্ছিল। এ সময় তারা বাংলাদেশের জলসীমায় মাদক চোরাচালান সন্দেহে দুটি নৌকায় তল্লাশিকালে মিয়ানমারের রইগ্যাদং ক্যাম্পের বিজিপির সদস্যরা একটি ট্রলারে করে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। একপর্যায়ে বিজিপির সদস্যদের বহনকারী ট্রলারটি বিজিবির টহল নৌযানের কাছে এসে থামে। বিজিপির ট্রলারটিকে বাংলাদেশের জলসীমা ছেড়ে যেতে বলা হলে দু'পক্ষের মধ্যে গুলিবিনিময়। এতে বিজিবির সিপাহি বিপ্লব কুমার গুলিবিদ্ধ হন এবং নায়েক রাজ্জাককে জোর করে ট্রলারে তুলে নিয়ে মিয়ানমারের দিকে চলে যায়।
বিডি-প্রতিদিন/২৫ জুন, ২০১৫/মাহবুব