বিশ্বব্যাংকের সহায়তায় ভূমিকম্প মোকাবেলায় সরকারি সংস্থার দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ৩৮১ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে ‘আরবান রেজিলিয়েন্স’ প্রকল্পসহ ২ হাজার ৩ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে ৭ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক)।
বৃহস্পতিবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, একনেক বৈঠকে ২ হাজার ৩ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে ৭ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন (জিওবি) ৬৫২ কোটি ৮৩ লাখ, প্রকল্প সাহায্য ১ হাজার ৩৩২ কোটি ১০ লাখ এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৮ কোটি ১৪ লাখ টাকা ব্যয় করা হবে।
বিডি-প্রতিদিন/২৫ জুন, ২০১৫/মাহবুব