বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিদেশে সুগন্ধি চাল রফতানি করে এক বছরে আয় হয়েছে সাড়ে ৪ হাজার মিলিয়ন ডলার। এছাড়া শ্রীলংকায় জি টু জি পর্যায়ে ২৫ হাজার মেট্রিক টন সেদ্ধ চাল রফতানি করা হয়েছে। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে আজকের বৈঠকে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।
মাহমুদ উস সামাদ চৌধুরীর (সিলেট-৩) প্রশ্নের জবাবে সংসদে দেওয়া বাণিজ্যমন্ত্রীর তথ্য অনুয়ায়ী, গত ২০১৩-১৪ অর্থবছরে সৌদী আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইটালী, মালয়শিয়া, ভিয়েতনাম, জর্ডান, বাহরাইন, পাকিস্তান, গ্রীস, দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের ৩১ দেশে সুগন্ধি চাল রফতানি করে ৪ হাজার ৮৪৮ দশমিক ৩৬ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে।
এরমধ্যে চাল রফতানি করে ইতালি থেকে ১ হাজার ৬৫৬ দশমিক ৫৪ মিলিয়ন মার্কিন ডলার, সৌদি আরব থেকে ১ হাজার ১৬৭ দশমিক ৭২ মিলিয়ন মার্কিন ডলার, যুক্তরাষ্ট্র থেকে ৭২০ দশমিক ৫৯ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। মালয়েশিয়া থেকে ২৮৪ দশমিক ৬১ মিলিয়ন মার্কিন ডলার, অস্ট্রেলিয়া থেকে ২৬৬ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলার, সিঙ্গাপুর থেকে ২০৫ দশমিক ৬১ মিলিয়ন মার্কিন ডলার এবং কানাডা থেকে ১১৭ দশমিক ০৯ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে।
বিডি-প্রতিদিন/ ২৫ জুন, ২০১৫/ রশিদা