চট্টগ্রামে অভিযান চালিয়ে ৬৬ জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন মামলার ৭৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে ৫০ লিটার মদ ও ১ কেজি গাঁজা জব্দ করা হয়।
বৃহস্পতিবার দিন ও রাতভর জেলার বিভিন্ন থানায় এ অভিযান চালানো হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান জানান, ‘জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৬৬ জন, নিয়মিত মামলায় ৬ জন ও নাশকতার মামলায় শিবিরের ১ জনসহ মোট ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অভিযানে ৫০ লিটার মদ ও চন্দনাইশ থেকে ১ কেজি গাঁজা জব্দ করা হয়।
বিডি-প্রতিদিন/২৬ জুন, ২০১৫/মাহবুব