গতকাল (শুক্রবার) রাত ১১টার দিকে ঢাকার পিলখানায় পৌঁছেছেন মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর হাত থেকে ফিরিয়ে আনা বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্য নায়েক আবদুর রাজ্জাক। আজ শনিবার তাকে ডাক্তার দেখানো হবে।
বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসীন রেজা এ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে নায়েক রাজ্জাককে চিকিৎসার জন্য শুক্রবার বেলা ১২টায় টেকনাফের ৪২ ব্যাটালিয়নের কার্যালয় থেকে সড়কপথে ঢাকার পিলখানা হাসপাতালের উদ্দেশ্যে পাঠানো হয়।
৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, ১৭ জুন গোলাগুলি ও ধস্তাধস্তির সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা নায়েক রাজ্জাকের নাকে কামড় দেয়। এতে তার নাকে ক্ষত সৃষ্টি হয়। এ কারণে তাকে চিকিৎসার জন্য পিলখানা হাসপতালে পাঠানো হয়েছে।
রাজ্জাককে ধরে নিয়ে যাওয়ার আট দিন পর গতকাল বৃহস্পতিবার বিকেলে বিজিবির হাতে নায়েক রাজ্জাককে ফেরত দেয় মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ।
এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টা পতাকা বৈঠক করে বিজিবি ও বিজিপি। বৈঠকে অংশ নেয় বিজিবির সাত সদস্যের একটি প্রতিনিধিদল। বৈঠক শেষে রাজ্জাককে বিজিবির হাতে হস্তান্তর করে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী।
প্রসঙ্গত, গত ১৭ জুন টেকনাফের নাফ নদীর জাদিমুরা পয়েন্ট সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় বিজিবির নায়েক আবদুর রাজ্জাককে ধরে নিয়ে যায় মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ।
বিডি-প্রতিদিন/২৭ জুন ২০১৫/ এস আহমেদ