স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার সীমিত করার লক্ষ্যে মোবাইল অপারেটরদের রাত্রিকালীন প্যাকেজের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বিটিআরসি।
শনিাবর জাতীয় সংসদে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ’র টেবিলে উত্থাপিত এক লিখিত প্রশ্নের উত্তরে সংসদ কার্যে দায়িত্বপ্রাপ্ত ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সংসদকে এ তথ্য জানান।
এ সময় রহমতুল্লাহ তার লিখিত প্রশ্নে জানতে চান, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী মোবাইল ফোন ব্যবহারের কারণে লেখাপড়ায় অমনযোগী ও খারাপ কাজে জড়িত হয়। এজন্য এই ছাত্র-ছাত্রীদের মোবাইল ব্যবহার সীমিত করার জন্য সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করবে কি না?
জবাবে মন্ত্রী বলেন, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা মোবাইল ফোন ব্যবহার করে লেখাপড়ায় অমনযোগী ও খারাপ কাজে জড়িত হয়- এই অভিযোগ সম্পূর্ণ সত্য নয়। মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার করে শিক্ষার্থীরা তাদের লেখাপড়া সংক্রান্ত আপডেটেড তথ্য জানতে পারে। তবে এসব শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার সীমিত করার লক্ষ্যে মোবাইল অপারেটরদের শুধুমাত্র রাত্রিকালীন কোনো প্যাকেজ বাজারে চালু না করার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে গত মার্চে একটি নির্দেশনা দিয়েছে বিটিআরসি।
বিডি-প্রতিদিন/২৭ জুন, ২০১৫/মাহবুব