আগামী ২০১৯ সালে পরবর্তী সাধারণ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অংশগ্রহণের সুযোগ থাকবে না বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শনিবার দশম জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের (প্রস্তাবিত) বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, আগামী ২০১৯ সালে দেশে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে গণতান্ত্রিক শক্তির সঙ্গে গণতান্ত্রিক শক্তির নির্বাচন হবে। এতে গণতন্ত্রের অচল মাল সচল হওয়ার কোনো সুযোগ নাই। আগুন সন্ত্রাসী খালেদা জিয়ার সেই নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ থাকবে না।”
তিনি বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হয়ে গেছে। সেটা হচ্ছে, আপনাকে রাজনীতির বাইরে থাকতে হবে। আদালতে দাঁড়াতে হবে।
ইনু বলেন, “কোনো দিনই বাংলাদেশে রাজাকার সমর্থিত, সামরিক সমর্থিত কেউ ক্ষমতায় আসবে না। শেখ হাসিনার বিকল্প আগুন সন্ত্রাস সমর্থিত খালেদা জিয়া কখনোই নন।
এবছর বাজেট ঘোষণার পর রোজার মধ্যেও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়েনি দাবি করে তথ্যমন্ত্রী বলেন, “এবার বাজেট ও রোজা একই সাথে এসেছে। অতীতের অভিজ্ঞতা হচ্ছে, যখনই বাজেট আসে, তখনই বাজার অস্থির হয়ে উঠে। যখন রজমান আসে, জিনিসপত্রের দাম বাড়ে। কিন্ত এবার একইসাথে আসার পরও সবকিছু সরকারের নিয়ন্ত্রণে আছে।”
বিডি-প্রতিদিন/২৭ জুন, ২০১৫/মাহবুব