করিগরি জটিলতায় তিন দিন ধরে আটকে থাকা কলেজে ভার্তির মেধা তালিকা আজ রবিবার প্রকাশ করা হবে। এছাড়া, ভর্তির মেধা তালিকা প্রকাশ করতে বিলম্ব হওয়ায় ভর্তি ও ক্লাস শুরুর সময় একদিন করে বাড়িয়ে যথাক্রমে ১ জুলাই এবং ২ জুলাই নির্ধারণ করা হয়েছে।
রবিবার সকালে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুবকর ছিদ্দিক সচিবলায়ে সাংবাদিকদের এসব কথা জানান।
তিনি জানান, “প্রোগ্রামে যে সমস্যা ছিল তা কাটিয়ে ওঠা গেছে। এখনো কিছু সমস্যা আছে, সেটা কাটিয়ে আজই তালিকা প্রকাশ করা যাবে বলে আশা করছি।”
৩০ জুন একাদশ শ্রেণিতে ভর্তি ও পহেলা জুলাই ক্লাস শুরু হবে বলে জানানো হয়েছিল। তবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রথম মেধা তালিকা প্রকাশে বিলম্বের কারণে ভর্তি ও ক্লাস শুরুর তারিখ পরিবর্তন করতে হয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/২৮ জুন, ২০১৫/মাহবুব