আন্তর্জাতিক বাজারে ফার্নেস ওয়েলের দামের সঙ্গে সমন্বয় করে বিদ্যুতের দাম কমিয়ে বাজেট পাসের আহ্বান জানিয়েছেন বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে তিনি এ আহ্বান জানান।
ড. রিপন বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কয়েক দফা কমেছে। সরকারের সঙ্গে কুইকরেন্টাল কোম্পানিগুলোর যে সময় চুক্তি হয় তখন ফার্নেস ওয়েলের দাম বেশি ছিল। তখন বিদ্যুতের মূল্যও বেশি ছিল। এখন বিদ্যুতের দাম কমিয়ে বাজেট পাস করতে হবে। সরকার যদি বিদ্যুতের দাম না কমিয়ে বাজেট পাস করে তাহলে আমরা ধরে নেবো এ সরকার জনগণের সরকার নয়। এরা জনগণের পকেট কাটার জন্য ক্ষমতায় এসেছে।
সব শিক্ষকদের বেতন বাড়ানো দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মতো বিচারপতি, শিক্ষক ও বিশেষ পেশার সঙ্গে জড়িতদের স্পেশাল বেতন কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে।
আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও বেতন আরো বাড়ানোর দাবি জানিয়ে বাজার মূল্যের সঙ্গে সমন্বয় না করে বাজেট পাশ করলে বিএনপির প্রতিবাদ থাকবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন আসাদুজ্জামান রিপন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে উদ্দ্যেশ্য করে রিপন বলেন, রাবিশ-খবিশ বলে দায় এড়ানো সুযোগ নেই। এই মন্ত্রীর সময়ে সরকারি ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংক তছনছ হয়ে গেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী মুরাদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৯ জুন, ২০১৫/মাহবুব