গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন সংসদে জানিয়েছেন, দেশে ১০ হাজার ৩১৩টি সরকারি মালিকানাধীন বাড়ি পরিত্যক্ত অবস্থায় আছে। এসব বাড়ির মধ্যে চার হাজার ৯৬২টি বিক্রয়যোগ্য এবং ১৩৮টি বাড়ি বিক্রি করা হয়েছে। আজ সোমবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান তিনি।
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাহজাবীন মোরশেদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ঢাকা ও নারায়ণগঞ্জে 'ক' তালিকাভুক্ত পাঁচ হাজার ২৮টি এবং 'খ' তালিকাভুক্ত এক হাজার ৪৩৯টি বাড়ি রয়েছে।
বিডি-প্রতিদিন/২৯ জুন ২০১৫/শরীফ