নির্ধারিত হজ যাত্রীর বাইরে অপেক্ষমান অতিরিক্ত হাজীদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সংসদীয় কমিটির বৈঠক শেষে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সৌদি সফরকালে দেশটির ধর্মমন্ত্রীর সঙ্গে আন্তরিকভাবে আলোচনা হয়েছে। সৌদি ধর্মমন্ত্রী বলেছেন কাবা শরিফের আশপাশে সংস্কার কাজ চলছে। যে কারণে এবার সব দেশের হাজীদের কোটা কমিয়ে দেওয়া হয়েছে। তবে হজের আগে সংস্কার কাজ শেষ হলে কোটা বাড়ানো যেতে পারে। সৌদি ধর্মমন্ত্রীর আশ্বাসে আমরা মনে করি শিগগিরই অপেক্ষমান হাজীদের সমস্যার সমাধান হবে। সম্প্রতি স্থায়ী কমিটির সভাপতি ব্যক্তিগতভাবে সৌদি আরবে গিয়ে সৌদি ধর্মমন্ত্রী ও মজলিশে শুরার সদস্যদের সঙ্গে বৈঠক করেন।
সংসদ ভবনে আজ অনুষ্ঠিত ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি তিনি অবহিত করেছেন বলে জানান। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বজলুল হক হারুন। হজ নিয়ে যাতে কেউ প্রতারণা করতে না পারে সে বিষয়ে সার্বক্ষণিক সতর্ক থাকার এবং হজ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৈঠকে জানানো হয়, বাংলাদেশের কোটা অনুয়ায়ী এবছর জন সর্বমোট ১ লক্ষ এক হাজার সাতশত ৫৮ জন হজযাত্রী সৌদি আরবে যেতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন।
বৈঠকে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হজ যাত্রীদের জন্য ট্রলি ব্যাগ ক্রয়/সরবরাহের বিষয়টি অতি দ্রুত নিষ্পত্তির সুপারিশ করা হয়। এছাড়া সৌদি আরবে হাজীদের জন্য বাড়িভাড়া সফলভাবে সম্পন্ন হওয়ায় ধন্যবাদ জানানো হয়।
কমিটির বৈঠকে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, হাবিবুর রহমান মোল্লা, সাধন চন্দ্র মজুমদার,একেএমএ আউয়াল (সাইদুর রহমান), সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, মো. মকবুল হোসেন, মোহাম্মদ আমীর হোসেন, দিলারা বেগম বৈঠকে অংশ নেন।
বিডি-প্রতিদিন/ ০৫ জুলাই, ২০১৫/ রশিদা