জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আগামীকাল বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার সকাল ৯টায় তিনি গুলশানের বাসা থেকে রওনা দেবেন।
বুধবার খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে ওই দুই দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম চলছে। বৃহস্পতিবার মামলা দুটির বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশিদকে আসামিপক্ষের অসমাপ্ত জেরা ও পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।
এরআগে, গত ১৮ জুন দুদকের উপপরিচালক হারুন অর রশিদকে আংশিক জেরা করেন খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। পরে আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত ২৩ জুলাই পরবর্তী দিন ধার্য করেন।
বিডি-প্রতিদিন/২২ জুলাই, ২০১৫/মাহবুব