বিনা পাসপোর্টে ভারতে অনুপ্রবেশের অভিযোগে করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের বিচার চলবে কিনা সে বিষয়ে আজ সিদ্ধান্ত দেবেন শিলং আদালত। গত ১৬ জুলাই শিলংয়ের জেলা ম্যাজিস্ট্রেট কে এম এল নংব্রি অভিযোগ গঠনের শুনানির এই দিন ঘোষণা করেন। শুনানিতে অংশ নিতে আদালতে উপস্থিত হয়েছেন সালাহউদ্দিন আহমেদ।
সাত জনকে সাক্ষী করে শিলংয়ের পুলিশ সালাহউদ্দিনের বিরুদ্ধে \'ফরেনার্স অ্যাক্ট-৪৬\'-এ মামলা করেছে। অভিযোগ প্রমাণিত হলে সালাহউদ্দিনের সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে।
বিডি-প্রতিদিন/২২ জুলাই ২০১৫/শরীফ