ইরান ও ছয় বিশ্বশক্তির মধ্যে পারমাণবিক চুক্তির ফলে বাংলাদেশ লাভবান হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। আজ বুধবার নিজ কার্যালয়ে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরো মায়াদুরের সঙ্গে সাক্ষাৎ শেষে সচিব এ কথা বলেন।
১৪ জুলাই ইরান ও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ফ্রান্স, জার্মানির মধ্যে একটি ঐতিহাসিক সমঝোতা চুক্তি হয়। চুক্তির ফলে তেহরান তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইরানের ওপর থেকে আরোপিত অর্থনৈতিক অবরোধ তুলে নেবে। বিশ্বনেতারা এ চুক্তিকে স্বাগত জানিয়েছেন।
শহীদুল হক বলেন, 'ইরানের ওপর থেকে অবরোধ তুলে নেওয়া হলে বাংলাদেশ লাভবান হবে। কারণ অবরোধের কারণে আমরা ইরান থেকে তেল কিনতে পারতাম না। এখন আবার তেল কিনতে পারবো। এছাড়া ইরানের সঙ্গে অন্যান্য ব্যবসা বাণিজ্যও প্রসারিত হবে।'
এদিকে, শহীদুল হকের সঙ্গে সাক্ষাৎ শেষে পিয়েরো মায়াদুরে বলেন, পারমাণবিক চুক্তি কিভাবে বাস্তবায়িত হবে, সেটা জানাতেই তারা এসেছেন। তিনি পারমাণবিক চুক্তি ইস্যুতে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করেন।
বিডি-প্রতিদিন/২২ জুলাই ২০১৫/শরীফ