মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার তালতিপাড়ায় বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার বলেন, ঘটনাস্থল থেকে ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহতাবস্থায় আরও কয়েকজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় আরও কতজন আহত হয়েছেন তা এখনই নিশ্চিত করা বলা যাচ্ছে না।