রাজধানীর যাত্রাবাড়ী থানার নাশকতার একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ ৫৮ জনের বিরুদ্ধে পৃথক দু'টি চার্জশিট দাখিল করেছে পুলিশ।
আসামিদের বিরুদ্ধে যাত্রীবাহী বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে যাত্রী হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলাটিতে দণ্ডবিধি ও বিস্ফোরক আইনে পৃথক এ দু’টি চার্জশিট দেওয়া হয়েছে।
আজ বুধবার বিকেলে ঢাকার সিএমএম আদালতে চার্জশিট দু’টি দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই মুরাদুজ্জামান।
চার্জশিটে আরও যাদেরকে আসামি করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খোন্দকার মাহবুব হোসেন ও সাংবাদিক শওকত মাহমুদ, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, খালেদা জিয়ার একান্ত সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেসসচিব মারুফ কামাল খান, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা।
উল্লেখ্য, বিএনপি-জামায়াত জোটের হরতাল-অবরোধ চলাকালে গত ২৩ জানুয়ারি যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলাটি দায়ের করা হয়।