সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে চলে যাওয়ার পর ঢাকা-মাওয়া মহাসড়কে ইলিশ পরিবহণের ১০টি যাত্রীবাহী বাস ভাঙচুর করেছে ক্ষুব্ধ জনতা।
বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে পৌনে ২টা পর্যন্ত মহাসড়কের চালতিপাতা ও আশপাশ এলাকায় ওই ভাঙচুর করা হয়।
ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের সিরাজদিখানের চালতিপাড়া নামক এলাকায় বুধবার সন্ধ্যায় ইলিশ পরিবহণের বাস ও লেগুনার সংঘর্ষে ৭ জন নিহত ও অপর ৭ জন আহত হবার রেশে এ ভাঙচুরের ঘটনা ঘটে।
এর ফলে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ায় ঢাকা-মাওয়া মহাসড়কে ইলিশ পরিবহণের বাসসহ অন্যান্য যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে যাত্রীরা পায়ে হেটে ও বিকল্প ব্যবস্থায় নিজ গন্তব্যে রওনা হন।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, ক্ষুব্ধ গ্রামবাসী ইলিশ পরিবহণের যাত্রীবাহী বাস ভাঙচুর করেছে।
বিডি-প্রতিদিন/২৩ জুলাই ২০১৫/ এস আহমেদ