মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা একে একে বিএনপি ছাড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী আজ বৃহস্পতিবার বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এর প্রেক্ষিতেই ক্ষমতাসীন আওয়ামী লীগের এ ওই মন্তব্য করেন।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক জিয়াকে বাদ দিয়ে বিএনপিকে ঢেলে সাজানোর পরামর্শও দেন হানিফ।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর ২০১৫/শরীফ