শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মান ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি পরীক্ষায় অন্য বছরের তুলনায় এবার আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা কম। এবার দুইটি ইউনিটে ১৪শ' ৩০ আসনের বিপরীতে ৪১হাজার ২৮৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে ২৯ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবে।
এর মধ্যে 'এ' ইউনিটে ৬শ আসনের বিপরীতে ১৫হাজার ৯৬৭জন এবং 'বি' ইউনিটে ৮৩০ আসনের বিপরীতে ২৫ হাজার ৩১৮জন আবেদন করেছেন। 'এ' ইউনিটে প্রতি আসনের বিপরীতে ২৭জন এবং 'বি' ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৩১ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবে। ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক নারায়ণ সাহা এসব তথ্য জানান।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মান ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়। আগামী ১৪ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/৩১ অক্টোবর ২০১৫/ এস আহমেদ