রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়ায় নিহত লেখক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রহমান টুটুলসহ ৩ জনকে কুপিয়ে ও গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। বাকিরা ঝুঁকিমুক্ত বলে জানা গেছে।
শনিবার দুপুর আড়াইটার দিকে শুদ্ধস্বর প্রকাশনা কার্যালয়ে এ হামালার ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত অন্য ২ জন হলেন- ব্লগার তারেক রহিম, সুদীপ কুমার ওরফে রণদীপম বসু ঘোষ। তারা সচলায়তন ও মুক্তমনার ব্লগার বলে জানা গেছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম জানান, শুদ্ধস্বর প্রকাশনা কার্যালয়ে কে বা করা হামলা চালিয়ে তিন ব্যক্তিকে কুপিয়ে ও দরজা আটকে পালিয়ে যায়। পরে স্থানীয় পুলিশ জানতে পেরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আহত রণদীপম বসু জানান, ৩/৪ জন অস্ত্রধারী অতর্কিতে তাদের অফিসে হামলা চালায়। হামলাকারীদের বয়স আনুমানিক ২০-২৫ বছর। তিনি আরও জানান, তারা তারা সচলায়তন ও মুক্তমনার ব্লগার।
বিকাল সোয়া ৩টার দিকে রণদীপম বসু ফেইসবুকে লেখেন, “কুবাইছে, আমি টুটুল ভাই আর তারেক।”
মোহাম্মদপুর থানার এএসআই মামুন জানিয়েছেন, দুপুর আড়াইটায় এই সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে আনা হয়।
এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে বইমেলা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন ব্লগার অভিজিৎ রায়। একই ঘটনায় আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা।
বিডি-প্রতিদিন/৩১ অক্টোবর, ২০১৫/মাহবুব