রাজধানীর লালমাটিয়ায় হামলার পর এবার শাহবাগের আজিজ সুপার মার্কেটে ব্লগার অভিজিৎ রায়ের বইয়ের আরেক প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। আহত দ্বীপন অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশনা সংস্থা জাগৃতির কর্ণধার।
নিহত ফয়সাল আরেফিন দীপন বিশিষ্ট কলামিস্ট আবুল কাশেম ফজলুল হকের ছেলে।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক দীপনের নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়েছে পুলিশ।
এর আগে, দুপুরের রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়ায় অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রহমান টুটুল, ব্লগার রণদীপম বসু ও তারেক রহিমের উপর দুর্বৃত্তরা হামলা চালায়। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
বিডি-প্রতিদিন/৩১ অক্টোবর, ২০১৫/মাহবুব