লেখক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশনা সংস্থা জাগৃতির কর্ণধারকে হত্যার পর এবার সময় প্রকাশনীর কর্ণধার ফরিদ আহমেদকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার সকালে আল আহরার নামক একটি সংগঠনের লন্ডন শাখার পক্ষ থেকে তার মুঠোফোনে এক ক্ষুদেবার্তার মাধ্যমে এই হত্যার হুমকি দেওয়া হয় বলে তিনি জানান।
এর আগে, শনিবার শাহবাগের আজিজ সুপার মার্কেটে ব্লগার অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশনা সংস্থা জাগৃতির কর্ণধার ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
এরও আগে, শনিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়ায় অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রহমান টুটুল, ব্লগার রণদীপম বসু ও তারেক রহিমের উপর দুর্বৃত্তদের হামলা চালায়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।
বিডি-প্রতিদিন/০১ নভেম্বর, ২০১৫/মাহবুব