ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াউদুন বলেছেন, মত প্রকাশের স্বাধীনতা ও বিশ্বাস যাতে সুরক্ষিত থাকে সে বিষয়টি সরকারকেই নিশ্চিত করতে হবে। রবিবার ইইউ-এর ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় তিনি দুর্বৃত্তদের হামলার নিন্দা জানিয়ে একথা বলেন।
বিবৃতিতে ইইউ রাষ্ট্রদূত হামলায় নিহত প্রকাশক ফয়সাল আরেফিন দীপনের পরিবারের প্রতি শোক এবং আহত প্রকাশক আহমেদুর রশিদ টুটুল, লেখক রণদীপম বসু ও ব্লগার তারেক রহিমের প্রতি সংহতি জ্ঞাপন করেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, রাষ্ট্রদূত মায়াদুন আত্মবিশ্বাসী যে আইন শৃঙ্খলা বাহিনীর ত্বরিত পদক্ষেপ ও বাংলাদেশের জনগণের ঐক্য ধর্মান্ধদের এ ধরণের আরও অপরাধ সংঘটন থেকে নিবৃত্ত করবে।
বিডি-প্রতিদিন/ ০১ নভেম্বর, ২০১৫/ রশিদা