বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন সুপ্রীম কোর্টের আপীল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ সোমবার সকালে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদনের শুনানি শেষে এ নির্দেশ দেন। এছাড়া দুই সপ্তাহের মধ্যে শুনানি নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপীল বিভাগ।
শুনানি শেষ মির্জা ফখরুলের আইনজীবী সগীর হোসেন লিওন সাংবাদিকদের জানান, মির্জা ফখরুলের জামিনের মেয়াদ বৃদ্ধি করা হয়নি। জামিন নিতে হলে তাকে আদালতে আত্মসমর্পণ করতে হবে।
গত ২৮ অক্টোবর আপীল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ফখরুলের পক্ষে এই আবেদন করেছেন তার আইনজীবী সগীর হোসেন লিওন। মির্জা ফখরুলের আত্মসমর্পণের মেয়াদ আরও ৮ সপ্তাহ বাড়ানোর আবেদন জানানো হয়েছিল ওই আবেদনে।
বিডি-প্রতিদিন/০২ নভেম্বর ২০১৫/ এস আহমেদ