পাঁচদিনের এক সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক হাওলিয়াং জু। আজ রবিবার সকাল ৯টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বাংলাদেশে এটি তার দ্বিতীয় সফর।
আজ রবিবার থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) ২ দিনব্যাপী পঞ্চম বৈঠক। এ বৈঠকে অংশ নিতেই মূলত ঢাকা সফর করছেন মি. হাওলিয়াং।
বিডিএফ বৈঠকে অংশ নেয়া ছাড়াও এ সফরে তিনি অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, কূটনৈতিক মিশন ও বেসরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি সরেজমিনে প্রধানমন্ত্রীর কার্যালয়স্থ 'অ্যাকসেস টু ইনফরমেশন' প্রকল্পের ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার পরিদর্শন করবেন। আগামী ১৯ নভেম্বর তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৫/শরীফ