প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স সফর বাতিল করা হয়েছে। জাতিসংঘ সংস্থা ইউনেস্কোর বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে তিন দিনের সফরে দেশটির রাজধানী প্যারিসে যাওয়ার কথা ছিল তার। আগমীকাল সোমবার সকালে এই সফরের লক্ষ্যে ঢাকা ছাড়ার কথা ছিল।
আজ রবিবার দুপুরে প্রধানমন্ত্রীর প্যারিস সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই সফরের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের বৈঠকের কথা ছিল।
বিডি-প্রতিদিন/ ১৫ নভেম্বর, ২০১৫/ রশিদা