বিদ্যুতে 'লোডশেড' শব্দটি বাংলাদেশে নেই বলে দাবি করেছেন বিদুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রবিবার (১৫ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিমের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ দাবি করেন।
প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুতে লোডশেড নেই, তবে সরবরাহে কিছু অব্যবস্থাপনা রয়েছে। সঠিক উপায়ে বিদ্যুৎ বিতরণ না হওয়ায় কিছু সমস্যা দেখা দিচ্ছে। তবে এটিও সমাধান করা হবে। তিনি বলেন, লোডশেড বলতে বোঝায়, চাহিদার তুলনায় উৎপাদন কম হলে অন্য কোথাও থেকে এনে চাহিদা পূরণ করা। কিন্তু বাংলাদেশ এখন সেই পর্যায়ে নেই। এ মুহূর্তে সারাদেশে বিদ্যুতের চাহিদার চেয়ে উৎপাদন বেশি।
খুলনার সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাসের অন্য এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, আগামী দুই বছরের মধ্যে দেশের শতভাগ এলাকা বিদ্যুতায়িত করা সম্ভব হবে।
সরকার দলীয় আরেক সদস্য আ খ ম জাহাঙ্গীরের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কিছু দিনের মধ্যেই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া সম্ভব হবে। তবে আমরা যেখানে বিদ্যুৎ সংযোগ দিচ্ছি, সেখানে নতুন করে চাহিদা বেড়ে যাচ্ছে। এসব বিষয় চিন্তা করেই আমাদের উৎপাদন বাড়ানো হচ্ছে।
বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৫/ এস আহমেদ