শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, চলতি বছরের ডিসেম্বররের মধ্যে সাভারের চামড়া শিল্প পার্কে রাজধানীর হাজারীবাগের কারখানাগুলো স্থানান্তর করা হবে।
জাতীয় সংসদের ৮ম অধিবেশনে আজ রবিবারের প্রশ্নোত্তর পর্বে এ কে এম শামীম ওসমানের (নারায়ণগঞ্জ-৪) এক সম্পূরক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী সংসদকে এ তথ্য জানান। তিনি বলেন, দেশের রফতানি খাতে পোশাক খাতের পরই চামড়া শিল্পের অবস্থান। যদিও টাকার অঙ্কে চামড়াখাতের রফতানি পোশাক শিল্পের বিশভাগের একভাগ। তবে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান আর দেশীয় কাঁচামালের ব্যবহারে দিনে দিনে এ শিল্পের গুরুত্ব বাড়ছে।
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুরজাহান বেগমের এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী জানান, ২০০৯ থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বেসরকারি খাতের শতভাগ বিদেশী ও যৌথ বিনিয়োগে মোট ১ হাজার ১৪২টি শিল্প কারখানা গড়ে উঠেছে। এ সব শিল্প কারখানার মাধ্যমে ১২ লাখ ৭৫ হাজার ৩০৯ মিলিয়ন টাকা বিনিয়োগ হয়েছে। শিল্পমন্ত্রী আরও জানান, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশলী করপোরেশনের (বিএসইসি) উদ্যোগে জাপান হোন্ডা লিমিটেডের সঙ্গে যৌথ বিনিয়োগে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড নামে একটি মোটর সাইকেল উৎপাদনকারী কোম্পানি প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া সিলেটের ফেঞ্চুগঞ্জে শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পের মাধ্যমে একটি অত্যাধুনিক গ্র্যানুলার ইউরিয়া সার কারখানার জন্য ৫৬০ মিলিয়ন মার্কিন ডলার বিদেশী বিনিয়োগের মাধ্যমে স্থাপনের কাজ চলছ, যা চলতি মাসের মধ্যে শেষ হবে।
বিডি-প্রতিদিন/ ১৫ নভেম্বর, ২০১৫/ রশিদা