বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক ১৭তম বৈঠক রাজধানীর সোনারগাঁও হোটেলে মঙ্গলবার সকাল ১০টায় শুরু হয়েছে।
বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের পর দু'দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের প্রথম বৈঠক এটি।
বাংলাদেশের পক্ষে ১৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন স্বরাষ্ট্র সচিব ড. মোজাম্মেল হক খান। এবং ভারতের পক্ষে ১৫ সদস্যের সফরকারী দলের নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজিব মহর্ষি।
সম্প্রতি বাংলাদেশ থেকে (ভারতের ভাষায়- আসামের বিচ্ছিন্নতাবাদী নেতা) অনুপ চেটিয়াকে সে দেশের কাছে ফেরত দেয় বাংলাদেশ। তার কয়েক দিনের মাথায় ভারতের কারাগারে থাকা নারায়ণগঞ্জের সাত খুন মামলার আলোচিত আসামি নূর হোসেনকে ফেরত দেয় ভারত।
এর কয়েক দিন পরই বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠিতব্য বৈঠকে দুই দেশের সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদ দমন, সীমান্তে বাংলাদেশি হত্যাসহ স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে যে সব সমস্যা তৈরি হচ্ছে সেগুলোর সমাধানে উদ্যোগ গ্রহণের বিষয়গুলো গুরুত্ব পাবে।
বিডি-প্রতিদিন/১৭ নভেম্বর ২০১৫/ এস আহমেদ