যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর আবেদনের শুনানি শেষ হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় এ আবেদনের রায় দেবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে।
এর অাগে সকাল নয়টা ৫ মিনিটে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন: বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
সাকা চৌধুরীর পক্ষে শুনানিতে যুক্তি দেন খন্দকার মাহবুব হোসেন। পরে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার যুক্তি তুলে ধরেন।
বিডি-প্রতিদিন/ ১৮ নভেম্বর, ২০১৫/ রশিদা