মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় এ আবেদনের রায় দেবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এর আগে, মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চে মুজাহিদের এই পুনর্বিবেচনার আবেদনের শুনানি হয়। শুনানি শেষে আদালত আদেশের জন্য বুধবার দিন ধার্য করেন।
অন্যদিকে, বুধবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদনের শুনানি শেষে আদালত আদেশের জন্য বেলা সাড়ে ১১ টায় সময় ধার্য করেন।
বিডি-প্রতিদিন/১৮ নভেম্বর, ২০১৫/মাহবুব