সরকারি মোবাইল অপারেটর কোম্পানি টেলিটকের অভ্যন্তরীণ দুর্নীতি ও অবৈধ ভিওআইপি সংযোগ বিষয় তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
বুধবার রাজধানীর গুলশানে টেলিটক অফিসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তারানা হালিম বলেন, টেলিটকের অভ্যন্তরীণ দুর্নীতি ও অবৈধ ভিওআইপি সংযোগ বিষয়ে তদন্ত এবং স্থবিরতা কাটিয়ে উঠতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে।
এ সময় দুর্নীতি বিষয়ে সতর্ক করে দিয়ে টেলিটক কর্মকর্তা-কর্মচারীদের কড়া হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী।
বিডি-প্রতিদিন/১৮ নভেম্বর, ২০১৫/মাহবুব