বিলুপ্ত ছিটমহলের সন্ত্রাসী, দুর্বৃত্তদের তথ্য ও তালিকা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের উদ্দেশে তিনি বলেন, তথ্য দেন, তালিকা দেন কোথায় গেছে সন্ত্রাসী-দুর্বৃত্তরা।
এর আগে সংসদে সম্পূরক প্রশ্নে রওশন এরশাদ জানতে চান, বিলুপ্ত ছিটমহলে সন্ত্রাসী, দুর্বৃত্তরা আশ্রয় নিতেন, সেখানে তারা ছিল। ছিটমহল বিলুপ্তির পর তারা এখন কোথায় গেলো? কী অবস্থায় আছে, এর জাবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্ন-উত্তরকালে সংসদ নেতা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
প্রধানমন্ত্রী বলেন, উনি একটি শঙ্কা প্রকাশ করেছেন। দুর্বৃত্তরা কোথায় গেলো? সেই উত্তর এই মুহুর্তে আমি দিতে পারছি না। উনার কাছে যদি কোনো তালিকা থাকে তাহলে আমাকে দিলে আমি ব্যবস্থা নিতে পারবো। আমরা ছিটমহলবাসীকে বিচ্ছন্ন করে রাখতে চাই না, মূল ভূখণ্ডের অংশ হিসেবেই রাখতে চাই। ছিটমহলবাসীর নিরাপত্তা ব্যবস্থা আমরা করবো।
বিডি-প্রতিদিন/ ১৮ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন