জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
বৃহস্পতিবার দেশব্যাপী সর্বাত্মক হরতালের ডাক দেয় জামায়াতে ইসলামী।
এদিকে, হরতালকে কেন্দ্র করে রাজধানীতে কোনো ধরনের নাশকতার খবর পাওয়া যায়নি। হরতালে সমর্থনে দলটির নেতাকর্মীদের মিছিল-মিটিং বা পিকেটিং করতেও দেখা যায়নি।
হরতালে নাশকতা মোকাবিলায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অন্যান্য দিনের তুলনায় রাজধানীতে পর্যপ্ত সংখ্যাক আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৯ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন