ঘন কুয়াশার কারণে সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। স্বাভাবিক হয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচলও।
দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার ভোর ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির মাদারীপুরের কাওড়াকান্দি ফেরিঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন জানান, ঘন কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৮টার দিকে এ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। আর মাঝ নদীতে আটকে থাকা দুটি ফেরি গন্তব্যে পৌঁছতে শুরু করে।
এ ছাড়া কাওড়াকান্দি ফেরিঘাটে লোড করা পাঁচটি ফেরি শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।
বিডি-প্রতিদিন/ ১৯ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন