মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর সঙ্গে দেখা করে ঢাকা কেন্দ্রীয় কারাগার ছেড়েছেন পরিবারের সদস্যরা।
তবে সাক্ষাতকালে তারা সাকা চৌধুরীর সঙ্গে কী বিষয়ে আলোচনা করছেন সে বিষয়ে কিছু জানাননি।
এক ঘণ্টা কারাগারে অবস্থানের পর বৃহস্পতিবার দুপুর ১টা ২৮ মিনিটে তারা বেরিয়ে যান। এসময় জেলগেটে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি তারা।
এর আগে বেলা ১২টা ২২ মিনিটের দিকে জেলগেটে পৌঁছে সরাসরি ভেতরে চলে যান তারা।
১৫ সদস্যের দলে সাকার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, বড় ছেলে ফায়াজ কাদের চৌধুরী, স্ত্রী তানিয়া খন্দকার, ছেলে হুম্মাম কাদের চৌধুরী ও ফজলুল কাদের চৌধুরী, দুই বোন জোবায়দা কাদের চৌধুরী, হাসিনা কাদের চৌধুরী, মেয়ে ফারজিন চৌধুরী, তার স্বামী জাফর খান, সাকার চাচাতো ভাই ইকবাল হোসেনসহ নিকট আত্মীয়রা ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১৯ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন