একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে রাজনৈতিক দল হিসেবে আগামী বছরের মার্চের মধ্যেই জামায়াতে ইসলামি নিষিদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মাহবুব উল আলম হানিফ বলেন, হাইকোর্ট ইতোমধ্যে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করেছে। তাদের নিবন্ধন বাতিল করেছে। এটা এখন আপিল বিভাগে আছে। আইনি প্রক্রিয়া চলছে। আপনারাও (সাংবাদিক) জেনে থাকবেন, ইতোমধ্যে আইনমন্ত্রীও আগামী মার্চ মাসের মধ্যে জামায়াতকে যুদ্ধাপরাধী দল হিসেবে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার জন্য আইনি প্রক্রিয়া শুরুর কথা বলেছেন।
তিনি আরও বলেন, আমরাও আশা করছি, আগামী মার্চ মাসের মধ্যে জামায়াতকে যুদ্ধাপরাধী দল হিসেবে নিষিদ্ধ করার আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।
হানিফ বলেন, এ দেশের জনগণ চায় যুদ্ধাপরাধীর দল হিসেবে জামায়াত নিষিদ্ধ হোক। জনগণ যেটা চায় সেটা হবে।
জামায়াতের ডাকা হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে হানিফ বলেন, হরতালে জনজীবন স্বাভাবিক আছে। জনগণ তাদের হরতাল প্রত্যাখ্যান করেছে। খালেদা জিয়া ও জামায়াত অনেকবার যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল। কিন্তু তারা সফল হয়নি। দেশবাসী এই বিচার চায়, এটা বুঝতে পেরে ফাঁসির রায়ের পরও তারা নিশ্চুপ হয়ে আছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৯ নভেম্বর, ২০১৫/মাহবুব