মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর করেছেন বিচারপতিরা। এরপরে রায়ের নথি প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
মুজাহিদ ও সাকা চৌধুরীর রিভিউ খারিজের রায়ে স্বাক্ষর করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ চার বিচারপতি। বাকি তিনজন হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এদিকে রিভিউ খারিজের রায় কিছুক্ষণের মধ্যেই রায়ের নথি কারাগারে পাঠানো হবে বলেও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কার্যালয় জানিয়েছে।
এর আগে, বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে থাকা সাকা চৌধুরী এবং আলী আহসান মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ করেন তাদের পরিবারের সদস্যরা।
বিডি-প্রতিদিন/১৯ নভেম্বর, ২০১৫/মাহবুব