বাংলাদেশ অবস্থানরত বিদেশিদের নিরাপত্তায় সরকারের নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে দেখা করে দেশটির রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট এই সন্তুষ্টির কথা জানান।
যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বৃহস্পতিবার এ কথা জানানো হয়।
ওই বার্তায় বলা হয়, রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে সচিবালয়ে তার কার্যালয়ে দেখা করেন। এ সময় বার্নিকাট বলেন, ‘বিদেশিদের নিরাপত্তায় সরকারের নেওয়া পদক্ষেপ প্রশংসার দাবি রাখে।’
রাষ্ট্রদূত আরও বলেন, ‘ডাক ও টেলিযোগাযোগ খাতে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। এই খাতে আরও উন্নয়ন করতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহায়তা করবে।’
বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সম্পর্ক খুবই চমৎকার উল্লেখ করে মার্শা বার্নিকাট বলেন, ‘আমাদের দুই দেশের মধ্যে ভাল সম্পর্ক বজায় রয়েছে। এই ভাল সম্পর্কের সুফল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণ পাবে। শুধু তাই নয়, এই ভাল সম্পর্কের ফল এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তায় কাজে আসবে।’
বিডি-প্রতিদিন/১৯ নভেম্বর, ২০১৫/মাহবুব