সালাহউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখার পরপরই বন্ধ করা ফেসবুবসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপস সময় হলেই খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার বিকেলে সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
মন্ত্রী বলেন, সারা পৃথিবীতেই আজকে যে ধরনের ঘটনা ঘটছে, তার ছিটেফোঁটা হয়তো বংলাদেশেও লেগেছে। সেজন্য সাময়িকভাবে আমরা এই ব্যবস্থা নিয়েছি। অবস্থার পরিবর্তন হলেই ফেসবুকসহ অন্যান্য মাধ্যমগুলো খুলে দেওয়া হবে।
তিনি আরও বলেন, এ ধরনের পরিস্থিতিতে পৃথিবীর সব দেশের কিছু না কিছু ব্যবস্থা নিয়ে থাকে। আমাদের দেশও তার ব্যতিক্রম নয়।
অন্যদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখায় প্রধানমন্ত্রী ধন্যবান জানিয়ে এক সম্পূরক প্রশ্নে ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী সেলিম বলেন, গতকাল (বুধবার) থেকে ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মাধ্যমে বন্ধ থাকায় এবার যুদ্ধাপরাধীদের রায় নিয়ে সারাদেশে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এমনকি আজ জামায়াতের ডাকা হরতালেও তেমন কোনো প্রভাব পড়েনি। তাই এ সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।
বিডি-প্রতিদিন/১৯ নভেম্বর, ২০১৫/মাহবুব