ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে রিভিউ আবেদনের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পড়ে শোনানো হয়েছে।
বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় রায় দু’টির কপি কারাগারে পৌঁছানোর পর সাড়ে ৯টার দিকে নিয়মানুযায়ী কনডেমড সেলে গিয়ে মুজাহিদ এবং সাকা চৌধুরীকে রায় পড়ে শোনানো হয়।
কেন্দ্রীয় কারাগারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ সময় দু’জনের কাছেই ক্ষমা চাইবেন কিনা জানতে চাওয়া হয়। জবাবে তারা আইনজীবীর সঙ্গে কথা বলতে চান। কিন্তু আদালতের প্রতিনিধিরা তাদের জানান, এ পর্যায়ে কেউই আইনজীবীর সঙ্গে দেখা করতে পারবেন না। তখন দু’জনই নিজ নিজ পরিবারের সদস্যদের সঙ্গে ফের দেখা করতে চান।
এর আগে, বৃহস্পতিবার মুজাহিদ ও সাকা চৌধুরীর রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ চার বিচারপতির স্বাক্ষরের পর তা প্রকাশ করা হয়।
এরপর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে রায় দু’টি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে যায় ট্রাইব্যুনালে। সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তীর নেতৃত্বে ৩ জন ওই রায়ের কপি ট্রাইব্যুনালে পৌঁছে দেন।
এর আগে, বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে থাকা সাকা চৌধুরী এবং আলী আহসান মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ করেন তাদের পরিবারের সদস্যরা।
প্রসঙ্গত, গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ মুজাহিদ ও সাকা চৌধুরীর ফাঁসির রায় বহাল রাখেন। একইসঙ্গে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে তাদের করা আবেদন খারিজ করে দেন বিচারপতিরা।
বিডি-প্রতিদিন/১৯ নভেম্বর, ২০১৫/মাহবুব