বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহম্মাদ মুজাহিদের সঙ্গে সাক্ষাতের অনুমতি পাননি তার আইনজীবীরা। ঢাকা কেন্দ্রীয় কারাগারে আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ সাক্ষাতের আবেদন করেছিলেন তার আইনজীবীরা। কিন্তু কারা কর্তৃপক্ষের কাছ থেকে এ ব্যাপারে কোনো সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর বলেন, 'আমাদের আইনজীবীরা সকালে বাবার সঙ্গে সাক্ষাতের জন্য আবেদন করেছিলেন। কিন্তু কারা কর্তৃপক্ষ কিছু জানায়নি।
এদিকে, মুজাহিদের সঙ্গে তার অাইনজীবীদের সাক্ষাতের বিষয়ে 'সংশ্লিষ্ট কর্তৃপক্ষের' কাছ থেকে কোনো অনুমতি এখনো পাওয়া যায়নি বলে নাম প্রকাশ না করে একজন ঊর্ধ্বতন কারা কর্মকর্তা জানান।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর ২০১৫/শরীফ