ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় জুমার নামাজের সময় থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারাগারের সামনের সড়কের যানচলাচলও বন্ধ করে দিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার জুমার নামাজের সময় থেকে লালবাগ চৌরাস্তা মোড়-বংশাল সড়কটি বন্ধ করে দেয় পুলিশ। চানখারপুল মোড় থেকে নাজিম উদ্দিন সড়কেও রিকশা ছাড়া অন্য যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
এ ছাড়া সন্দেহভাজন পথচারীদের দেহ ও ব্যাগও তল্লাশি করছে পুলিশ। অতিরিক্ত র্যাব ও সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিও বাড়ানো হয়েছে।
হঠাৎ করে নিরাপত্তা বাড়ানো প্রসঙ্গে লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার ফয়েজ আহমদ বলেন, ‘যানচলাচল বন্ধ করা হয়নি। তবে আপনাদের (সাংবাদিকদের) সংবাদ সংগ্রহের সুবিধার্থে রাস্তা ডাইভারশন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২০ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন