যুদ্ধাপরাধী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মেডিকেল চেকআপ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার রাতে দু’জন কারা চিকিৎসক তাদের মেডিকেল চেকআপ সম্পন্ন করেন।
শুক্রবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মেডিকেল চেকআপে অংশ নেওয়া ডা. বিপ্লব কান্তি বিশ্বাস।
তিনি বলেন, ‘আমি ও ডা. হাবিব নামের আরও এক চিকিৎসক রাতে সাকা চৌধুরী ও মুজাহিদের মেডিকেল চেকআপ করেছি। উনারা সুস্থ আছেন। তাদের শারীরিক কোনো সমস্যা নেই।’
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর, ২০০৫/মাহবুব