বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন এ আহ্বান জানান।
ড. রিপন বলেন, ‘বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আগামীকাল শনিবার বিকেল ৫টায় লন্ডন থেকে দেশে ফিরছেন। কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় সাবেক এই প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে আমাদের দল উদ্বিগ্ন।’
বিবৃতিতে খালেদা জিয়ার নিরাপত্তা ব্যবস্থা ‘অপ্রতুল হওয়ায়’ দাবি করে তাঁর জন্য এ ব্যবস্থা জোরদারে উপযুক্ত পদেক্ষপ নেওয়ার আহ্বান জানানো হয়।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর, ২০০৫/মাহবুব