পরমাণু বিজ্ঞানী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা চৌধুরী সাজ্জাদুল করিম আর নেই। চিকিৎসাধীন অবস্থায় ঢাকার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটে তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ইন্না লিল্লাহি.....রাজিউন।
আনবিক শক্তি কমিশনের সাবেক এই চেয়ারম্যানের বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি পরিচিত ছিলেন সিএস করিম নামে।
তার একমাত্র সন্তান শাবাব করিম জানান, গত এক সপ্তাহ ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন তার বাবা। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতে তাকে ঢাকার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
''শুক্রবার রাতে বাবার হার্ট অ্যাটাক হয়। এরপর তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।''
সিএস করিমের জন্ম ১৯৪৮ সালের ৭ জানুয়ারি চট্টগ্রামের মীরসরাইয়ে নানা বাড়িতে। বাবা বিচারক ছিলেন বলে মাধ্যমিক পর্যন্ত তার শিক্ষাজীবন কেটেছে দেশের বিভিন্ন জেলায়।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর ২০১৫/ এস আহমেদ