মৃত্যদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদের সঙ্গে কথা বলতে কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেছেন দুইজন ম্যাজিস্ট্রেট। মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এই দুই শীর্ষ যুদ্ধাপরাধীকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের সব প্রস্তুতি শেষের পথে। প্রাণভিক্ষার সিদ্ধান্ত জানতে কারাগারে দুইজন ম্যাজিস্ট্রেটের প্রবেশে প্রস্তুতি আরও একধাপ এগিয়ে গেল।
বিডি-প্রতিদিন/ ২১ নভেম্বর, ২০১৫/ রশিদা